• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেড সংঘর্ষ, ৫ শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশ:  ৩১ জানুয়ারি ২০২২, ১৮:৩৩
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাটিবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা মাঝিসহ ১১ জন শ্রমিকের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।

ঘন কুয়াশার কারণে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মো. মোবারক (৪৫), মো. আওয়াল (৫০), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বালুবাহী বাল্কহেড হজিগঞ্জ থেকে চাঁদপুরে আসছিল। ঘন কুয়াশার কারণে চাঁদপুরের ডাকাতিয়া নদীর মমিনপুর এলাকায় মাটিবাহী ট্রলারের সঙ্গে ওই বাল্কহেডের সংঘর্ষ হয়। এ ঘটনার পর বাল্কহেড ও ট্রলারটি ডুবে যায়। এতে নদীতে পড়ে যান ১১ শ্রমিক। পরে অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে পরে একে একে নদী থেকে পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা ইকবাল হোসেন-১ নামক বালুবাহী বাল্কহেডের চারজনকে আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে।

পূর্বপশ্চিম- এনই

চাঁদপুর,ডাকাতিয়া নদী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close